মাদকাসক্ত ছেলেকে টাকা দিতে অস্বীকার করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাফরুল আলম চৌধুরীকে (৫৯) মারধর করেছেন ছেলে মো. শাখাওয়াত শাহরিয়ার চৌধুরী। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (২ অক্টোবর) ভোরে চট্টগ্রাম নগরীর কাপসগোলা রোডের আকবরশাহ লেন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) কামাল উদ্দিন।

তিনি বলেন, ছেলের মারধরের কারণে জাফরুল আলম মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। জাফরুল আলমকে  চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল থেকে ভিকটিম জাফরুল আলম চৌধুরী তার ছোট ছেলে শাহনেওয়াজের মাধ্যমে থানায় মামলা দায়ের করেছেন। মারধরে জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। এছাড়া মাদক সেবনের জন্য বাবাকে মারধর করেছেন বলে স্বীকার করেছেন শাখাওয়াত।

মামলার এজাহারে বলা হয়েছে, চট্টগ্রাম নগরীর কাপসগোলা এলাকায় বসবাস করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাফরুল আলম চৌধুরী। শুক্রবার (১ অক্টোবর) সকালে বাসার বাথরুমে অজু করতে যান তিনি। এ সময় তার মাদকাসক্ত ছেলে মো. শাখাওয়াত শাহরিয়ার চৌধুরী (২৭) আগের মতো মাদক সেবনের জন্য তার কাছে নগদ টাকা চান। মোহাম্মদ জাফরুল আলম চৌধুরী মাদক সেবনের জন্য টাকা দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে ছেলে শাখাওয়াত তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি-লাথি মেরে বাথরুমে ফেলে দেয়। একপর্যায়ে শাখাওয়াত তার বাবাকে চেয়ার দিয়ে আঘাত করলে মাথা ফেটে যায়। জাফরুলের চিৎকার শুনে তার স্ত্রী এগিয়ে এলে তাকেও প্রাণনাশের হুমকি দেন ছেলে শাখাওয়াত। 

ছেলের মারধরের কারণে জাফরুল আলমের মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হন। পরে খবর পেয়ে জাফরুল আলমের ছোট ছেলে ও মেয়ে বাসায় এসে বাবাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতাল থেকে জাফরুল আলম চৌধুরী তার ছোট ছেলে শাহনেওয়াজের মাধ্যমে থানায় এজাহার পাঠান। পরে বাদীর এজাহারের পরিপ্রেক্ষিতে  মামলাটি রুজু হয়। এরপর শনিবার ভোরে অভিযান চালিয়ে শাখাওয়াত শাহরিয়ার চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ।

কেএম/জেডএস