চলতি মৌসুমে চড়া দামেই ইলিশ কিনে বাড়ি ফিরতে হচ্ছে ক্রেতাদের। আর একদিন পর থেকে সাগরে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরু হবে। এখন পর্যন্ত ইলিশের বাজারে দাম কমার কোনো আভাস মিলল না। বরং দাম কিছুটা ঊর্ধ্বমুখী।

শনিবার (২ অক্টোবর) রাজধানীর উত্তরা এলাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ছোট বড় প্রায় সব ধরনের ইলিশ বাজারে পাওয়া যাচ্ছে। সাগরে ইলিশ ধরার নিষেধাজ্ঞার সংবাদে সাধ্যের মধ্যে অনেকেই ইলিশ কিনে বাড়ি ফিরছেন। তবে অনেকেই দাম শুনে হকচকিত হয়ে ইলিশের কাছে যাচ্ছেন না। চড়া দামে ইলিশ বিক্রি করে বিক্রেতাদের মাঝেও সন্তুষ্টি পাওয়া গেলো না।

প্রায় দেড় যুগ ধরে ইলিশ বিক্রির অভিজ্ঞতা থেকে মাছ ব্যবসায়ী সুরুজ মিয়া ঢাকা পোস্টকে বলেন, এ বছরের মতো এতো চড়া দামে ইলিশ বিক্রি করিনি। ক্রেতাদের মধ্যে অনেকে দাম শুনে অবাক হয়ে যাচ্ছেন। কিন্তু আমাদের তো কিছু করার নাই, পাইকারি দামে যা কিনি তাই তো খুচরা বাজারে বিক্রি করতে হবে।

এ বিক্রেতা জানান, আজ ইলিশের চাহিদা মোটামুটি ভালো। ছোট-বড় সব ধরনের ইলিশেই ক্রেতাদের আগ্রহ রয়েছে। ইলিশের কম সরবরাহ থাকার কারণে মূলত দামটা একটু বেশি। তবে অনেকেই অনেক রকম কথা বলছেন।

তুষার আব্দুল্লাহ নামে এক ক্রেতা জানান, সাধারণের ইলিশ কেনার সক্ষমতা নেই। প্রতিবছর ভরা মৌসুমে ইলিশ অনেক দামে বিক্রি হতো। কিন্তু এবার আর সেই সুযোগ সাধারণ ক্রেতারা পাননি। শুরু থেকেই যেন ইলিশের বাজারে আগুন লেগে ছিল।

বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে মাছের রাজা ইলিশ। এককেজির বেশি ওজনের ইলিশ সাড়ে ১১শ থেকে সাড়ে ১২শ টাকায়, ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। গত বছর এসব ওজনের ইলিশ ২০০ থেকে আড়াইশ টাকা পর্যন্ত কম দামে ক্রেতারা কিনতে পারছেন বলে বিক্রেতারা জানান।

রামু নামের ইলিশ বিক্রেতা জানান, দাম বেশি হলেও ক্রেতারা ইলিশ মোটামুটি ভালোই কিনছেন। অনেকেই হয়তো অনেক বেশি কিনতেন, এবার একটু কম কিনছেন। এছাড়া মোটামুটি সবমিলিয়ে ভালোই ইলিশ বিক্রি হয়েছে।

ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য আগামী ৪ অক্টোবর থেকে ২২ দিন পর্যন্ত ইলিশ ধরায় সরকার নিষেধাজ্ঞা দিয়েছে। মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজননের জন্য ২৫ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে।

একে/এসএম