আবারও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন
সরকারি কর্মকর্তাদের সংগঠন অফিসার্স ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক হয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন।
শুক্রবার ৫২তম বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য তাকে পুনরায় এ পদের দায়িত্ব দেওয়া হয়।
বিজ্ঞাপন
অফিসার্স ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী, পদাধিকারবলে মন্ত্রিপরিষদ সচিব দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সভাপতির দায়িত্ব পালন করছেন।
এর আগে ২০২০ সালের জানুয়ারির শেষ দিকে অফিসার্স ক্লাব ঢাকার নির্বাচনে বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মেজবাহ উদ্দিন। নির্বাচনের মাধ্যমে এ দায়িত্ব গ্রহণের পর মেজবাহ উদ্দিন অসাধারণ সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত আছেন। বিসিএস ১১ ব্যাচের এই কর্মকর্তা এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সাবেক পিএস, খুলনার জেলা প্রশাসক, চট্টগ্রাম এর জেলা প্রশাসক, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশের শ্রেষ্ঠ ডিসি হিসাবে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কৃত হয়েছিলেন মেজবাহ উদ্দিন।
এসএইচআর/এসকেডি