৫ বছর ধরে ২০০ মৃত ব্যক্তির নামে ভাতা তুলছিলেন তারা!
পাঁচ বছর ধরে ২০০ জন মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে বয়স্কভাতা, বিধবাভাতা ও প্রতিবন্ধী ভাতা তুলে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার একটি চক্র। একটি ইউপির চেয়ারম্যান ও সদস্যরা এই অপকর্ম করেছেন। যদিও শেষ রক্ষা হয়নি তাদের, ধরা পড়েছেন দুদকের জালে।
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ১০নং ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী শওকত হোসেন এবং ওই ইউনিয়নের ৯ মেম্বার এই দুর্নীতিতে জড়িত বলে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাদেরকে সহযোগিতা করেছে উপজেলা সমাজসেবা অফিস।
বিজ্ঞাপন
স্থানীয় প্রশাসনের তদন্তে দুর্নীতির বিষয় উঠে আসলে দায় থেকে রেহাই পেতে অভিযুক্তরা তিন লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন বলে জানা গেছে। তবে দুদক তাদের ছাড়ছে না। দোষীদের ধরতে তথ্য-প্রমাণসহ আরও রেকর্ডপত্র সংগ্রহ করছে দুদকের এনফোর্সমেন্ট টিম।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম এই দুর্নীতির সব প্রমাণ তুলে আনতে অভিযানে যায় সাতক্ষীরার কালীগঞ্জে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ ঢাকা পোস্টকে বলেন, মৃত ব্যক্তিদের নামে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা উত্তোলন করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালায় দুদক। সরজমিনে দুদক টিম ওই উপজেলার সমাজসেবা অফিস পরিদর্শন করে।
তিনি আরও বলেন, রেজিস্ট্রার ও রেকর্ডবই পর্যালোচনা করে দুদক টিম জানতে পারে, চেয়ারম্যান গাজী শওকত হোসেন এবং ৯ মেম্বার ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় ২০০ মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে বয়স্কভাতা, বিধবাভাতা ও প্রতিবন্ধী ভাতা উপজেলা সমাজসেবা অফিসের সহায়তায় উত্তোলন করেছে। এর মাধ্যমে প্রায় ৫ লাখ টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে সমাজসেবা কর্তৃপক্ষের একটি কমিটি তদন্ত করেছে। তারাও অভিযোগের সত্যতা পেয়েছে। এ সংক্রান্ত আরও তথ্য-প্রমাণ সংগ্রহ ও রেকর্ডপত্র পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে দুদক টিম।
সৈয়দপুরে পোস্টাল অপারেটরের দুর্নীতি
এদিকে, নীলফামারীর সৈয়দপুরের পােস্ট মাস্টারের সহায়তায় পোস্টাল অপারেটরের বিরুদ্ধে উপজেলা পােস্ট অফিসে সঞ্চয়পত্রের মুনাফা প্রদানে শিডিউল জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রংপুর দুদকের উপসহকারী পরিচালক নজরুল ইসলামের নেতৃত্বে একটি অভিযান চালানো হয়। অভিযানের আগেই বিভাগীয় তদন্তে প্রমাণ পাওয়ায় পোস্টাল অপারেটর হান্নান মিয়াকে বরখাস্ত করা হয়েছে। হান্নান মিয়া আত্মসাতকৃত ৯ লাখ ৫০ হাজার টাকা ইতোমধ্যে সরকারি কোষাগারে জমা দিয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় দুদক।
এছাড়া বিভিন্ন অভিযোগের সূত্র ধরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে বৃহস্পতিবার আরও ৮ দফতরে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
আরএম/ওএফ/জেএস