পাওনা ছুটি পাচ্ছেন পুলিশ সদস্যরা
পুলিশ বাহিনীতে গতিশীলতা বাড়াতে সব সদস্যদের বিধি মোতাবেক ছুটি দেওয়ার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর।
বুধবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (এঅ্যান্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদস্যদের ছুটির বিষয়ে এ চিঠি দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
চিঠিতে বলা হয়েছে, পুলিশের কল্যাণ ও সার্বিক গতিশীলতার জন্য বিধি মোতাবেক সব পুলিশ সদস্যদের ছুটি প্রাপ্তি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।
আরও দেখুন : ছুটি নেই বেতনেও টান, অতঃপর আত্মহত্যা!
এ চিঠি ডিএমপি কমিশনার, র্যাব ডিজি, সিআইডি প্রধান, এপিবিএন, হাইওয়ে পুলিশ, এন্টি টেররিজম, রেলওয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), দেশের সব ডিআইজি, সব মেট্রোপলিটনের কমিশনার, পুলিশ সুপার ও বিভিন্ন ইউনিটের অধিনায়কদের পাঠানো হয়েছে।
পুলিশ সদস্যরা বর্তমানে বছরে ২০ দিন ক্যাজুয়াল লিভ (সাধারণ ছুটি) পান। পাশাপাশি ৩৫ দিন আর্ন লিভ (অর্জিত ছুটি) রয়েছে তাদের। তিন বছর পরপর ‘রেস্ট অ্যান্ড রিক্রেশন লিভ’ নামে ১৫ দিনের ছুটিও প্রাপ্য তাদের।
আরও দেখুন : ডিএমপি কমিশনার হওয়ার তালিকায় এগিয়ে যারা
তবে অনেক পুলিশ সদস্যই জানিয়েছেন, তারা নিয়মিত ছুটি পান না। তাই পুলিশের কাজে গতিশীলতা আনতে ছুটি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর।
এমএসি/এআর