বর্জ্য সংগ্রহের কাজ দখলের প্রতিবাদে মানববন্ধন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৭ নম্বর ওয়ার্ড এলাকার ময়লা সংগ্রহের কাজে নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মীরা তাদের কাজ দখলের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে। বেসরকারি সংগঠন প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডারস (পিডব্লিউসিএসপি) বর্জ্য সংগ্রহের কাজ করে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর ২ এর ৭নং ওয়ার্ডের এফ ব্লকে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
মানববন্ধনে বেসরকারি সংগঠন পিডব্লিউসিএসপির নাহিদ আক্তার লাকী অভিযোগ করে বলেন, গত ২০ বছর ধরে সংগঠনের কর্মীরা সিটি করপোরেশন থেকে অনুমতি নিয়ে ডিএনসিসি এলাকায় ময়লা সংগ্রহ করে আসছে। বিভিন্ন সময় পরিচ্ছন্নতাকর্মীদের স্থানীয় কাউন্সিলরদের রোষানলে পড়তে হয়েছে। তারা এখন ময়লা সংগ্রহের কাজ দখল করে নিতে চায়।
তিনি আরও বলেন, সিটি করপোরেশনের অনুমতি নিয়ে ডিএনসিসির ৭ নম্বর ওয়ার্ড থেকে ময়লা সংগ্রহের কাজ করে আসছি। কিন্তু স্থানীয় নেতা ও কাউন্সিলরের ক্যাডার বাহিনী ওয়ার্ডের ডি ও এফ ব্লকের বর্জ্য সংগ্রহের কাজ দখল করে নিয়েছে। তারা অন্যান্য ব্লক থেকে ময়লা সংগ্রহে বাধা দিচ্ছে। একইভাবে দখলদাররা অন্যান্য ওয়ার্ডেও ময়লা সংগ্রহের কাজ দখল করে নেওয়ার চেষ্টা করছে। বর্জ্য সংগ্রহকারী পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা ও বাধা দেওয়া হচ্ছে। এর সঙ্গে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় রাজনৈতিক নেতারা জড়িত রয়েছেন।
লাকী বলেন, সিটি করপোরেশন ছয় মাসের জন্য অনুমতি রয়েছে। এই অনুমতির সময় এখনও শেষ হয়নি। কিন্তু এরই মধ্যে ক্যাডার বাহিনীরা বর্জ্য সংগ্রহের সাইট দখল করে নিয়েছে। বিষয়টি সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদেরকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তবে করপোরেশন থেকে জানানো হয়েছে, তিন মাসের জন্য নবায়ন দেবে। কিন্তু এখনও তার কাগজপত্র তারা পায়নি।
মানববন্ধন ও সমাবেশে স্থানীয় পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেন।
এএসএস/ওএফ