স্মার্ট অর্গানাইজেশন ডিআরইউ : পলক
ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে (ডিআরইউ) স্মার্ট অর্গানাইজেশন বলে আখ্যায়িত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, দেশের রোল মডেল প্রতিষ্ঠান ও সংগঠন হচ্ছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এ সংগঠনের শৃঙ্খলা আছে। সংগঠনের প্রত্যেক সদস্য অ্যাক্টিভ সাংবাদিক। তাদের প্রত্যেককেই দেশের লিডিং সংবাদ সংস্থা, অনলাইন পোর্টাল, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করেন। তারা সবাই মেধাবী, সাহসী ও সক্রিয় সাংবাদিক, এটা একটি সংগঠনের জন্য বড় পাওয়া।
বিজ্ঞাপন
বুধবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সংগঠনটির নিজস্ব অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির এই অ্যাপ তৈরিতে ডিআরইউকে সহযোগিতা করেছে আইটি প্রতিষ্ঠান 'আর্টিফিশিয়াল সফট'। অ্যাপ উদ্বোধনের আগে প্রতিমন্ত্রী ডিআরইউ আয়োজিত 'মিট দ্য রিপোর্টার্স' এ অংশ নেন।
তিনি আরও বলেন, সংগঠন শুধু নাম বা ব্যানার নয়। প্রত্যেকের পক্ষে সংগঠনের উদ্দেশ্য ও আদর্শ এবং সদস্যদের দায়িত্ব কর্তব্য যদি সঠিকভাবে পালন হয় তাহলে সংগঠন করার সন্তুষ্টি বা আনন্দ থাকে। স্মার্ট অর্গানাইজেশনের নাম হচ্ছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি।
অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী বলেন, আমরা ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ডিজিটালাইজ করার জন্য ডিআরইউ অ্যাপস তৈরি করা হয়েছে। এ অ্যাপস ব্যবহারের মাধ্যমে সদস্যরা চাঁদা ও পেমেন্ট দিতে পারবেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মেম্বারদের বার্ষিক চাঁদা, বনভোজনসহ বিভিন্ন যে চাঁদা রয়েছে আমরা যা সংগ্রহ করি। এখন থেকে অ্যাপস ব্যবহার করে নগদ, বিকাশ ও রকেটের মাধ্যমে তা দেওয়া যাবে। তাছাড়া এ অ্যাপসে ডিআরইউর সকল মেম্বারদের লিস্ট ও নোটিশসহ ডিআরইউর সকল সুবিধা পাওয়া যাবে।
অনুষ্ঠানে আর্টিফিশিয়াল সফটের পরিচালক (অপারেশন) সুজন মাহমুদ বলেন, ডিআরইউর অ্যাপ তৈরি করতে পেরে আমরা আনন্দিত এবং ভবিষ্যতেও অ্যাপ সংশ্লিষ্ট সকল কার্যক্রমে ডিআরইউর পাশে থাকতে চাই।
অ্যাপ উদ্বোধন শেষে আইসিটি প্রতিমন্ত্রী পলক ডিআরইউ মিডিয়া রুম পরিদর্শন করেন। সেখানে তিনি বর্তমান মিডিয়া সেন্টার অত্যাধুনিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন এবং ১৫টি ডেস্কটপ তাৎক্ষণিকভাবে হস্তান্তর করেন। ডিআরইউ স্পেস দিলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে ২০টি কম্পিউটারসহ একটি অত্যাধুনিক ডিজিটাল ল্যাব করে দেওয়া হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউর সাবেক সভাপতি জামাল উদ্দীন ও ইলিয়াস হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সৈয়দ শুকুর আলী শুভ ও কবির আহমদ খান, ডিআরইউর বর্তমান সহ-সভাপতি ওসমান গনি বাবুল, যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, দফতর সম্পাদক মো. জাফর ইকবাল, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হালিম মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, কার্যনির্বাহী সদস্য এম এম জসিম, রুমানা জামান, রফিক রাফি ও নার্গিস জুই। এছাড়া ডিআরইউর সাবেক যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন ও কার্যনির্বাহী সদস্য মিজান রহমান উপস্থিত ছিলেন।
এমএইচএন/এসকেডি