আমন সংগ্রহের মূল্য সম্পর্কিত প্রস্তাবনা পাঠাতে চিঠি
শিগগিরই আমন সংগ্রহ ২০২১-২২ শুরু হবে। এ জন্য সংগ্রহ মূল্য সম্পর্কিত প্রস্তাবনা পাঠাতে দেশের সকল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রককে চিঠি পাঠিয়েছে খাদ্য অধিদফতর।
‘আসন্ন অভ্যন্তরীণ আমন সংগ্রহ, ২০২১-২২ এর আওতায় ধান ও চালের সম্ভাব্য সংগ্রহ মূল্য’ শীর্ষক এ চিঠি অধিদফতর থেকে সম্প্রতি পাঠানো হয়।
বিজ্ঞাপন
অধিদফতরের পরিচালক (সংগ্রহ বিভাগ) মো. রায়হানুল কবীর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, অচিরেই অভ্যন্তরীণ আমন সংগ্রহ, ২০২১-২২ শুরু হবে। এ অবস্থায়, আসন্ন আমন ধান-চালের সম্ভাব্য উৎপাদন খরচ ও সংগ্রহকালীন সময়ের অনুমিত বাজার দরের নিরিখে সম্ভাব্য সংগ্রহ মূল্য সম্পর্কিত প্রস্তাবনা আগামী ৫ অক্টোবরের মধ্যে ই-মেইল/বাহকের মাধ্যমে এ দফতরকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।
এসএইচআর/এসকেডি