শহরের বিভিন্ন ইনফরমাল সেটেলমেন্ট ও নন নেটওয়ার্ক সেনিটেশনের আওতায় বসবাসরত জনগোষ্ঠীকে পয়ঃসেবার আওতায় নিয়ে আসতে ছয়  কর্মকর্তার সমন্বয়ে একটি কমিটি গঠন করেছে ঢাকা ওয়াসা।

বুধবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, ঢাকা শহরের শতভাগ পয়ঃসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্যুয়ারেজ মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে। সে অনুযায়ী শহরের বিভিন্ন ইনফরমাল সেটেলমেন্ট ও নন নেটওয়ার্ক সেনিটেশনের আওতায় বসবাসরত জনগোষ্ঠীকে পয়ঃসেবার আওতায় আনতে সরকার ও দাতা সংস্থার লক্ষ্য মোতাবেক সিটি ওয়াইড ইনক্লুসিভ স্যানিটেশন বাস্তবায়নের লক্ষ্যে ৬ জন কর্মকর্তার সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর গত ২৭ সেপ্টেম্বর এই কমিটির অনুমোদন দিয়ে অফিস আদেশ জারি করেছেন।

ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, ৬ সদস্যের এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুস্তাফিজুর রহমানকে। এছাড়া সদস্য সচিব করা হয়েছে ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলমকে। পাশাপাশি অন্যান্য সদস্যের মধ্যে রয়েছেন, ঢাকা ওয়াসার ডিইএসডব্লিউএসপি প্রকল্পের উপপ্রকল্প পরিচালক এস এম আনোয়ার সাত্তার, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সেলিম মিয়া, নির্বাহী প্রকৌশলী এরশাদুল হক এবং নির্বাহী প্রকৌশলী হাবিবুল হায়দার। 

এই কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে ঢাকা ওয়াসার করণীয় বিষয়ে একটি সুপারিশমালা ব্যবস্থাপনা পরিচালকের কাছে দাখিল করতে হবে।

এএসএস/এনএফ