মুফতি ইব্রাহিমের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত হওয়া মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা রুজু হয়েছে। ডিএমপির মোহাম্মদপুর থানায় এই মামলা করা হয়েছে। ডিবি পুলিশের এক কর্মকর্তা বাদী হয়ে মামলাটি করেন।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ।
বিজ্ঞাপন
আব্দুল লতিফ বলেন, মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ডিবি পুলিশের এক কর্মকর্তা। এর আগে মঙ্গলবার রাতে জেড এম রানা নামে এক ব্যক্তি বাদী হয়ে তার নামে প্রতারণার, বিশ্বাসঘাতকতা ও সম্পত্তি আত্মসাতের অভিযোগে এনে আরেকটি মামলা করেন।
তিনি বলেন, আজ তাকে আদালতে পাঠিয়ে দুইটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।
এমএসি/এমএইচএস