প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে দেশব্যাপী ৭৫টি স্থানে অসহায়, এতিম ও দুস্থদের মানবিক সহায়তা দিয়েছে। একইসঙ্গে ৭৫টি স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়।

এ কর্মসূচির পরিপ্রেক্ষিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় রাজধানীর উত্তরার জামেয়া আরাবিয়া বায়তুস সালাম মাদরাসায় র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন প্রায় পাঁচশ অসহায় ও এতিম শিশুদের মানবিক সহায়তা দেন।

এছাড়া বিকেল ৫টায় র‌্যাব মহাপরিচালক র‌্যাব ফোর্সেস সদরদফতরে (হাজী ক্যাম্প) বৃক্ষরোপণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন র‌্যাব ফোর্সেসের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্), অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী র‍্যাবের ব্যাটালিয়ন ও কোম্পানি পর্যায়ে প্রায় ১ হাজার ৫০০টি বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি দেশব্যাপী প্রায় পাঁচ হাজার অসহায়, এতিম ও দুস্থদের মানবিক সহায়তা দেওয়া হয়।

এছাড়া প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী ৭৫ লাখ মানুষকে করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকে র‌্যাব ফোর্সেস সদরদফতরে অবস্থিত র‌্যাব সেন্ট্রাল ক্লিনিকে বিশেষ টিকাদান কার্যক্রম গ্রহণ করা হয়। এ কার্যক্রমে প্রায় দেড় হাজার মানুষকে করোনার টিকা দেওয়া হয়।

অন্যদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বাদ জোহর র‌্যাব ফোর্সেস সদরদফতর জামে মসজিদসহ দেশব্যাপী র‌্যাবের সব ব্যাটালিয়ন ও কোম্পানিগুলোর মসজিদে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ও ১৫ আগস্টে তার পরিবারের সব শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

এমএসি/এসএসএইচ