রাজধানীর যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. মিঠু (২৭) নামে এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে ওয়ান শুটার লিটন বাহিনী।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত ৮টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত মিঠুর খালাতো ভাই টিটু ঢাকা পোস্টকে বলেন, এক সপ্তাহ আগে ওয়ান শুটার লিটনের সঙ্গে কথা কাটাকাটি হয় মিঠুর। পরে আজ সন্ধ্যায় একা পেয়ে ইত্যাদি গলিতে ওয়ান শুটার লিটনের নেতৃত্বে অনিক, রাশেদ, রবিন ও জয় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তার শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। কয়েক ব্যাগ রক্ত লাগবে। তার পেটে ও বাম পায়ে ছুরিকাঘাত করেছে ওয়ান শুটার লিটন বাহিনী।

তিনি আরও জানান, বর্তমানে সে দক্ষিণ যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকার ৪ নম্বর গলিতে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, যাত্রাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ছুরিকাঘাত করে আহত করেছে ওয়ান শুটার লিটন বাহিনী। পরে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। আমরা যাত্রাবাড়ী থানাকে বিষয়টি জানিয়েছি।

এসএএ/এসএসএইচ