ধাওয়া পাল্টা-ধাওয়ার পর মিরপুরে ফের শুরু উচ্ছেদ অভিযান

মিরপুরে ডিএনসিসির উচ্ছেদে অভিযান

রাজধানীর মিরপুর-১১ ও পল্লবীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শুরুতে এলাকাবাসী বাধা দিলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। কিছু সময় বন্ধ থাকার পর ফের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ডিএনসিসি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। এরপর এলাকাবাসীর বাধা আসে। কিছু সময় অপেক্ষার পর ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতে ফের উচ্ছেদ অভিযান শুরু হয়।

অভিযানের শুরুতে অবৈধভাবে গড়ে তোলা কিছু দোকানমালিক বাধা দেওয়ার চেষ্টা করেন। তারা অভিযানের গাড়ির সামনে একত্রিত হয়ে বাধা দেন। তারা দূর থেকে উচ্ছেদ অভিযান টিমের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ফের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে জানিয়ে ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর এভিনিউ-৪, মিরপুর-১১ ও পল্লবীতে বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান চালানো হবে।

উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, আপনারা অবৈধ দখল থেকে নিজ দায়িত্বে সরে যান। কেউ কিন্তু ছাড় পাবেন না। আগেই ঘোষণা দিয়েছি ডিএনসিসির আওতাধীন এলাকায় সব ধরনের অবৈধ স্থাপনা ও খাল উদ্ধারে কাউকে ছাড় দেওয়া হবে না। অবৈধ দখলদার উচ্ছেদে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমাদের কাজ করে যাব, আমরা কাউকেই ছাড় দেওয়া হবে না।

এএসএস/ওএফ