রাতে নামতে পারে বৃষ্টি
সকাল থেকে মেঘলা আকাশের সঙ্গে ছিল রোদের লুকোচুরি। যে কারণে বেড়েছে ভ্যাপসা গরম। বিকেল নাগাদ রোদের দাপট কমলেও গরম ঠিকই আছে। এ অবস্থায় শরীর জুড়িয়ে দিতে রাতে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন জানান, রাতে রাজধানীসহ ঢাকার বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বড় ধরনের ঝড় বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া কোথাও একটানা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও নেই।
বিজ্ঞাপন
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী তিন দিনের বৃষ্টিপাতের পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে।
একে/জেডএস