জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় ভাষণ দেওয়ার ৪৭তম বার্ষিকীর দিনে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ও স্মৃতি জাদুঘর পরিদর্শনে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে এক টুইট বার্তায় এ কথা জানান রবার্ট ডিকসন।

টুইটে ব্রিটিশ হাইকমিশনার লিখেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় ভাষণ দেওয়ার ৪৭তম বার্ষিকীর দিনে পুনরায় ধানমন্ডি ৩২ নম্বরে তার বাড়ি ও স্মৃতি জাদুঘর পরিদর্শন করে ভালো লাগছে। টুইটে বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে ডিকসন লেখেন, ‘মনে রাখার মতো জীবন।’

১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো বাংলা ভাষায় ভাষণ দেন। শনিবার (২৫ সেপ্টেম্বর) সেই ভাষণ দেওয়ার ৪৭তম বার্ষিকী ছিল। ৪৭তম বার্ষিকীতে এবার বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় ভাষণ দেন। এ নিয়ে ১৮বার জাতিসংঘে বাংলা ভাষায় ভাষণ দিলেন শেখ হাসিনা।

এনআই/এসএসএইচ