অভিজাত এলাকায় গাড়ি চললে দিতে হবে বাড়তি চার্জ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, বিদেশে দেখেছি বিভিন্ন রাস্তায় চলার সময় সেসব গাড়িকে বাড়তি চার্জ দিতে হয়। আমাদের গাড়ির সংখ্যা বেড়ে গেছে, রাস্তায় বের হলে গাড়ি আর গাড়ি। পরিবারের প্রত্যেক সদস্যরই আলাদা আলাদা গাড়ি রয়েছে। তাই আমরাও পরিকল্পনা করেছি রাজধানীর অভিজাত এলাকা দিয়ে গাড়ি চলার সময় বাড়তি চার্জ দিতে হবে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর খিলগাঁওয়ে বিশ্ব ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবস উপলক্ষে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের আয়োজনে এক পদযাত্রা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
আতিকুল ইসলাম বলেন, আজ আমাদের ফুটপাতগুলো দখল হয়ে আছে। তাই ফুটপাত ছেড়ে রাস্তা দিয়ে হাঁটছে মানুষ, ফলে যানজট সৃষ্টি হচ্ছে। কিন্তু মানুষ যদি ফুটপাত দিয়ে স্বাভাবিকভাবে হাঁটতে পারত, তাহলে যানজট কিছুটা হলেও কমে যেত। শুটিংক্লাব থেকে গুলশান ১, গুলশান ১ থেকে গুলশান ২, বনানী থেকে গুলশান ২ এর রাস্তায় ঢুকলে শুধু গাড়ি আর গাড়ি। পরিবারের সবার জন্য আলাদা আলাদা একটি করে গাড়ি আছে অনেকের। আমাদের গাড়ির সংখ্যা অনেক বেড়ে গেছে। এসব গাড়ির জন্য দিন দিন যানজটের মাত্রা বাড়ছে।
তিনি আরও বলেন, বিদেশে আমরা দেখেছি যত গাড়ি রয়েছে তাদেরও কিন্তু বিভিন্ন রাস্তায় ঢুকলে বাড়তি চার্জ দিতে হয়। তাই আমরাও প্ল্যান করেছি গুলশান, বারিধারাসহ অভিজাত এলাকাগুলোয় গাড়ি ঢুকলে বাড়তি চার্জ দিতে হবে। আমরা এসব অভিজাত এলাকায় মেশিন বসিয়ে প্রথমে গাড়ি গণনা করব। দেখব কতগুলো গাড়ি প্রবেশ করে, এরপর একটি সমীক্ষা করে বিষয়টি আমরা কার্যকর করব। তখন অভিজাত এলাকায় গাড়ি চলার সময় বাড়তি চার্জ ধরা হবে।
আতিকুল ইসলাম বলেন, আমাদের সাড়কে অনেক পারমিটবিহীন গাড়ি চলাচল করছে, অনেকের ফিটনেস নেই। এসব বিষয়ে আমাদের পদক্ষেপ গ্রহণ করে জরুরিভাবে ব্যবস্থা নিতে হবে। এছাড়া যেসব এলাকা ভিত্তিক সমস্যা আছে সেগুলো এলাকাভিত্তিকভাবে স্থানীয়রা দায়িত্ব নেন। আমাকে জানান কী কী সমস্যা আছে, কী করতে হবে। আমি আপনাদের সঙ্গে নিয়ে সেসব সমস্যা সমাধানের উদ্যোগ নেব। আমি যা বলি তা করার চেষ্টা করি।
ডিএনসিসি মেয়র আরও বলেন, আমাদের ফুটপাত দখল হয়ে আছে, খালগুলোতেও একই অবস্থা, আমাদের এসব দখল মুক্ত করতে হবে। সবাইকে সোচ্চার হতে হবে। আগামী প্রজন্মের জন্য আমাদের খেলার মাঠগুলো উন্মুক্ত করে দিতে হবে। সবাই মিলে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালনের মাধ্যমে একটি সুন্দর, সচল, আধুনিক, সুস্থ ঢাকা আমাদের গড়তে হবে।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এএসএস/এসকেডি