বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে দূতাবাস।

দূতাবাস জানায়, দুই ডোজ টিকা গ্রহণকারীরা নেদারল্যান্ডসে গেলে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তবে ভ্রমণকারীদের বাংলাদেশ থেকে যাত্রা শুরু করার পূর্বে অবশ্যই করোনা পরীক্ষা করতে হবে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) নেদারল্যান্ডসের হেগের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

এতে বলা হয়, বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, সম্পূর্ণভাবে (দুই ডোজ) টিকা গ্রহণকারীদের দেশটিতে আসার পর আর হোম কোয়ারেন্টাইন করার প্রয়োজন পড়বে না। কিন্তু ভ্রমণকারীদের বাংলাদেশ থেকে যাত্রা শুরুর পূর্বে অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে (সম্পূর্ণভাবে টিকা গ্রহণ করা সত্ত্বেও)।

যাদের টিকা গ্রহণ করা হয়নি (বা আংশিকভাবে টিকা গ্রহণ করেছে) তাদের অবশ্যই কোয়ারেন্টাইন স্টেটমেন্ট থাকতে হবে এবং হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এনআই/এসকেডি