চট্টগ্রামে ভ্রূণ নষ্ট করার অভিযোগে স্বামীসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন স্ত্রী। বুধবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী নারী সাজু আক্তার। 

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ। তিনি বলেন, ভ্রূণ হত্যার অভিযোগে ভুক্তভোগী নারী চারজনকে আসামি করে আদালতে মামলাটি দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে চট্টগ্রাম  নগরীর চাঁদগাও থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন- ভুক্তভোগীর স্বামী দুবাই প্রবাসী কাজী সফিউল আলম (৩৪), শাশুড়ি নুর আয়েশা বেগম এবং তার দুই ননদ তাসলিমা বেগম ও পারভীন বেগম। 

মামলার আর্জিতে বলা হয়, ২০১৬ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কাজী শফিউল আলমের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর ২০১৭ সালে ওই নারী গর্ভবতী হলে তার স্বামী ও স্বামীর পরিবার বিভিন্ন কৌশলে তার ইচ্ছের বিরুদ্ধে গর্ভপাত ঘটায়। সম্প্রতি ওই নারী আবারও গর্ভবতী হলে তাকে গর্ভপাত করানোর জন্য চাপ প্রয়োগ করতে থাকে আসামিরা। কিন্তু ভুক্তভোগী সাজু আক্তার রাজী না হওয়ায় স্বামী তাকে তালাকের হুমকি দেন। 

ভুক্তভোগী সাজু আক্তার বলেন, অনাগত সন্তানকে বাঁচানোর জন্য আইনের আশ্রয় নিয়েছি। স্বামীর অন্য নারীর সঙ্গে স্বামীর সম্পর্ক আছে বলে অভিযোগ করেছেন তিনি। 

কেএম/জেডএস