মৎস্য অধিদফতরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের দ্বিতীয় সংশোধিত প্রকল্পের দক্ষ লিফরা চাকরি জাতীয়করণসহ চার দফা দাবি জানিয়েছেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ লিফ ঐক্য কল্যাণ পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও অনশন কর্মসূচি থেকে এই দাবি জানিয়েছেন তারা।

লিফদের বাকি দাবিগুলো হচ্ছে- চাকরি স্থায়ীকরণসহ সরকারি সকল সুযোগ-সুবিধা প্রদান করা, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী সকল দক্ষ লিফদেরকে ১৯/২০তম গ্রেডে বেতন ভাতা প্রদান করা এবং সরকারিভাবে উন্নতমানের মৎস্য চাষ বিষয়ে আবাসিক প্রশিক্ষণ প্রদান করা।

সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ লিফ ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি রফিকুল ইসলাম বেলাল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম এবং সাতটি বিভাগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ লিফরা।  

এমআই/এইচকে