‘প্রকল্প বাস্তবায়নে কোনো প্রকার শৈথিল্য দেখানো চলবে না’
প্রকল্প বাস্তবায়নে কোনো প্রকার শৈথিল্য দেখানো চলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
বুধবার (২০ জানুয়ারি) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভায় প্রকল্প পরিচালকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) এর ২০২০-২১ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর অগ্রগতি বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, প্রকল্পের কাজ আন্তরিকভাবে দ্রুততার সঙ্গে এগিয়ে নিতে হবে। অজুহাত দেখিয়ে উন্নয়ন কাজ থামিয়ে রাখার কোনো সুযোগ নেই। প্রকল্পের কাজে কোনো ধরনের অভিযোগ যাতে না আসে, কোন প্রকার অনিয়ম যাতে না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
স্বচ্ছতা ও দায়িত্বের সঙ্গে প্রকল্পের কাজ আরও গতিশীল করার জন্য প্রকল্প পরিচালকদের নির্দেশনা দিয়ে শ ম রেজাউল করিম বলেন, কেউ দায়িত্ব পালনে অপারগ হলে জানাবেন। আমরা জোর করে কাউকে দায়িত্বে রাখতে চাই না। প্রকল্প বাস্তবায়নে সমস্যা হলে সামনে নিয়ে আসতে হবে।
সমস্যা সমাধানে সব প্রকার সহযোগিতা অধিদপ্তর ও মন্ত্রণালয় থেকে করা হবে বলেও জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।
এর আগে সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় অপ্রয়োজনীয়ভাবে সরকারি অর্থ ব্যয় থেকে বিরত থাকার জন্য প্রকল্প পরিচালক ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন শ ম রেজাউল করিম।
মন্ত্রী বলেন, প্রকল্প পরিচালকদের আর্থিক বিষয়ে স্বচ্ছ, সৎ, সততা ও নিষ্ঠাবান হতে হবে। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার পরিচয় দিতে হবে। প্রকল্পের কাজ পরিপূর্ণভাবে শেষ হওয়া ছাড়া অর্থ পরিশোধ করলে সংশ্লিষ্টদের দায়-দায়িত্ব নিতে হবে।
নিয়ম লঙ্ঘন করে প্রকল্পের কাজ করার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে মন্তব্য করে রেজাউল করিম বলেন, সরকারি স্বার্থকে সবার আগে গুরুত্ব দিতে হবে। ভালোভাবে যাচাই-বাছাই করে প্রকল্প প্রণয়ন করতে হবে। প্রকল্প প্রণয়নে অস্বাভাবিক মূল্য নির্ধারণ করা যাবে না। প্রকল্পে প্রস্তাবিত মূল্য বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। প্রস্তাবে কোনো ধরনের অসঙ্গতি মেনে নেওয়া হবে না।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব শাহ্ ইমদাদুল হক, শ্যামল চন্দ্র কর্মকার ও তৌফিকুল আরিফ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাথু রাম সরকারসহ সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় ২০২০-২১ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ৪টি ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ৬টিসহ মোট ১০ প্রকল্পের ২০২০ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এসএইচআর/এসএম