বিশ্বসাহিত্য কেন্দ্রের রাস্তা সম্প্রসারণে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিশ্বসাহিত্য কেন্দ্রে সংলগ্ন রাস্তায় এ অভিযান পরিচালনা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। বিষয়টি জানিয়েছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

তিনি বলেন, এই রাস্তার বাম পাশে অবস্থিত বিআইডব্লিউটিসির কেন্দ্রীয় কার্যালয়ের সীমানা থেকে ৩ ফুট ও ডান পাশে অবস্থিত ব্যক্তিগত স্থাপনাগুলোর সীমানা থেকে তিন ফুট করে উচ্ছেদ করা হয়েছে। এর মাধ্যমে বর্তমান ১৪ ফুট প্রশস্ত রাস্তাকে ২০ ফুটে উন্নীত করা হয়েছে।

আবু নাছের বলেন, দক্ষিণ সিটি করপোরেশনের এই উচ্ছেদ অভিযানের ফলে সংশ্লিষ্ট এলাকায় বসবাসরত লোকজনের দীর্ঘ ২৫ বছরের দাবি বাস্তবায়ন হয়েছে। এতে করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ তাপসকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

এএসএস/ওএফ