বিভিন্ন জেলায় একই ব্যক্তির বিরুদ্ধে ৪৯টি গায়েবি মামলা দায়েরের ঘটনায় রাজারবাগ দরবারের পীরের কোনো সম্পর্ক নেই বলে দাবি করা হয়েছে। সিআইডির তদন্ত প্রতিবেদন ও কয়েকটি মানববন্ধনকে কেন্দ্র করে গণমাধ্যমে রাজারবাগ দরবারের পীর সম্পর্কে অপপ্রচার ও বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে বলে দাবি করেছে রাজারবাগ দরবার শরীফ। 

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে রাজারবাগ দরবার থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, ‌‘কোনো মামলাবাজ সিন্ডিকেটের সঙ্গে রাজারবাগ দরবারের পীরের বিন্দুমাত্র সম্পর্ক নেই। কারও বিরুদ্ধে মিথ্যা, ভুয়া, সাজানো বা হয়রানিমূলক মামলা তিনি নিজে কখনো করেননি এবং কাউকে দিয়েও কখনো করাননি। পাঁচ শতাধিক ব্যক্তির নামে আট শতাধিক মিথ্যা মামলা করা তো দূরের কথা, তিনি একটি মিথ্যা মামলা করেছেন বা করিয়েছেন, এমন প্রমাণ কেউ কখন দেখাতে পারবে না।’

আরও বলা হয়, ‘মামলা-হামলার ভয় বা কোনো প্রকার প্রলোভন দেখিয়ে তিনি কারও থেকে জমি লিখে নেননি বা টাকা আদায়ও করেননি। অন্যায়ভাবে বা অবৈধ পন্থায় তিনি কখনো এক ইঞ্চি জমিও দখল করেননি কিংবা দখল করার জন্য চাপ প্রয়োগও করেননি। সিআইডির কথিত তদন্ত প্রতিবেদন ‘চাপ প্রয়োগের’ দাবি করলেও তার সত্যতা প্রমাণে কোন প্রমাণ উপস্থাপন করতে পারেনি।’

বিবৃতিতে বলা হয়, ‘সুতরাং সত্যতা যাচাই না করে গণমাধ্যমে রাজারবাগ দরবার সম্পর্কে একতরফা ভুয়া, বানোয়াট ও মিথ্যা প্রচার না করা এবং এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান করা হলো।’

এমএইচএন/ওএফ