রাজধানীর শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৩। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভলভার, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি ও ১৬৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন মো. ইয়াসিন ওরফে মো. আবুল হোসেন আবুল (৪২) ও মো. বাবুল ওরফে কৃষ্ণা বাবুল (৪৭)।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ভোরে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট. শাখা) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস।

বীণা রানী দাস বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ জানতে পারে শ্যামপুর মডেল থানা এলাকায় কিছু অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। পরে আজ ভোরে আইজি গেইট বস্তিতে অভিযান চালিয়ে এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকরা অস্ত্র ও গুলির কোনো বৈধ কাগজ র‍্যাবকে দেখাতে পারেনি।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা শ্যামপুরসহ মহানগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল। এছাড়াও এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক বিক্রয়ের টাকা সংগ্রহে ভয়ভীতি প্রদর্শনের জন্য তারা অস্ত্র ব্যবহার করে আসছে।

আটকদের বিরুদ্ধে শ্যামপুর থানার দুইটি অস্ত্র ও মাদক মামলা বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে আরও একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছেন বলেও তিনি জানান।

এমএসি/এমএইচএস