এত গাড়ি তবু অফিস টাইমে সংকট
সড়কে গণপরিবহন আছে আগের মতোই। প্রতিদিনই দেখা মেলে যানজটেরও। তবু রাজধানীতে অফিসগামীদের পড়তে হয় নিত্য গণপরিবহন সংকটে। এ নিয়ে অফিস বা ব্যক্তিগত কাজে বের হওয়া মানুষকে পোহাতে হয় চরম দুর্ভোগ।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, প্রতিটি সড়কেই অফিসগামী ও কাজে বের হওয়া মানুষের ব্যাপক উপস্থিতি রয়েছে। কিন্তু অফিসে যেতে বাসে উঠতে পারছেন না অনেকে। থাকতে হচ্ছে দীর্ঘ অপেক্ষায়। বিভিন্ন স্টপেজে অনেক বাস থামছেই না। আবার কিছু বাস যাত্রীতে আগে থেকেই পরিপূর্ণ হয়ে আসছে। এছাড়া প্রায় সব সড়কেই সকাল থেকে যানজট লেগে থাকতে দেখা গেছে।
বিজ্ঞাপন
পল্টন যেতে রাজধানীর উত্তর বাড্ডা বাস স্টপেজে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন বেসরকারি একটি প্রতিষ্ঠানের চাকরিজীবী আশিকুর রহমান। তিনি বলেন, বলতে গেলে পুরো রাস্তায় যানজট। রাস্তায় এত গাড়ি, তবু অফিস টাইমে মানুষকে গণপরিবহন সংকটে পড়তে হয়।
কারণ জানতে চাইলে তিনি বলেন, প্রতিদিন অফিস টাইমে একটা যাত্রীর চাপ সৃষ্টি হয়। বাসগুলো আগে থেকেই পরিপূর্ণ হয়ে আসে। মাঝপথের যাত্রীরা আর বাসে উঠতে পারে না। সিট তো থাকেই না, বরং বাসে দাঁড়ানোর জায়গা পর্যন্ত থাকে না। তাই প্রতিদিন অফিস টাইমে এক ধরনের গণপরিবহন সংকট দেখা দেয়। এ কারণে আমাদের মতো সাধারণ অফিসগামী মানুষরা দুর্ভোগে পড়ে।
রামপুরা ব্রিজ থেকে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় অফিসে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন রুহুল আমিন নামের আরেক চাকরিজীবী। তিনি বলেন, অফিসে টাইমে যুদ্ধ করে বাসে উঠতে হয়, বেশিরভাগ সময়ই ওঠা যায় না। অথচ সড়কজুড়ে যানজট দেখা যাচ্ছে। অফিস টাইমে প্রতিদিন এমন দুর্ভোগ পোহাতে হয় আমাদের। তবু গণপরিবহনকে শৃঙ্খলার মধ্যে আনতে কোনো উদ্যোগ গ্রহণ করে না সংশ্লিষ্টরা। কোনোভাবে যুদ্ধ করে বাসে উঠতে পারলেও পুরো সড়কজুড়েই থাকে যানজট।
মালিবাগ রেল গেট থেকে উত্তরার দিকে যাওয়া রাইদা বাসের হেলপার রাকিব হোসেন বলেন, অফিস টাইমে যাত্রীর চাপ থাকে বেশি। বাস ভরে যায়, তাই বাসে থাকা অন্য যাত্রীরা রাগারাগি করে বাড়তি যাত্রী তুললে। তাই বাসের গেট লাগিয়ে যেতে হয়। গেট না লাগালেও মাঝপথে যাত্রী নেওয়ার মতো বাসে জায়গা থাকে না। প্রতিদিন শুধু অফিস টাইমে এমন যাত্রী চাপ সৃষ্টি হয়। দিনের বাকি সময় তো আমরা যাত্রীই পাই না।
এএসএস/এসএসএইচ