অনলাইনেই নেওয়া যাবে ড্রাইভিং কম্পিটেন্সি টেস্টের পুনঃপরীক্ষার তারিখ। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কয়েকটি সার্কেলে এ ব্যবস্থা চালু করা হয়েছে। এই ব্যবস্থা সব কার্যালয়ে ধীরে ধীরে চালু করা হবে বলে জানিয়েছে বিআরটিএ।

বিআরটিএ সূত্রে জানা গেছে, বর্তমানে ঢাকা মেট্রো সার্কেল-১ (মিরপুর), ঢাকা মেট্রো সার্কেল-২ (ইকুরিয়া), ঢাকা মেট্রো সার্কেল-৩ (উত্তরা), ঢাকা জেলা সার্কেল (ইকুরিয়া ও সাভার), নারায়ণগঞ্জ ও সিলেট সার্কেলের ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ডের অনুপস্থিত থাকা বা যেসব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন তারা বিএসপিতে লগইন করে ‘ড্রাইভিং লাইসেন্স’ এর ‘লার্নার বা শিক্ষানবিশ লাইসেন্স এর পুনঃপরীক্ষার জন্য আবেদন’ করতে পারবেন। 

এ ক্ষেত্রে প্রযোজ্য ফি প্রদান সাপেক্ষে পুনরায় পরীক্ষার তারিখ নেওয়া যাবে। পর্যায়ক্রমে সারাদেশে এ প্রক্রিয়া চালু করা হবে।

পিএসডি/ওএফ