ড্রাম থেকে উদ্ধার লাশটি বিক্রয়কর্মী জুয়েলের, গ্রেফতার ৩
রাজধানীর মিরপুর থানার লাভ রোড এলাকায় একটি ড্রামে পাওয়া অজ্ঞাত যুবকের লাশের পরিচয় মিলেছে। ওই যুবককে শনাক্ত এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে মিরপুর থানা পুলিশ।
নিহতের নাম জুয়েল রানা (২৯)। তার বাড়ি টাঙ্গাইলে। তিনি মার্লবোরো সিগারেট কোম্পানির বিক্রয়কর্মী হিসেবে গাবতলী-মিরপুর এলাকার দায়িত্বে ছিলেন। থাকতেন গাবতলী এলাকার একটি ভাড়া বাসায়।
বিজ্ঞাপন
জুয়েল রানাকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাকির হোসেন নামে একজনসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা সম্পর্কে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাজিরুর রহমান বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের পর থেকেই মিরপুর থানা পুলিশের একাধিক টিম রহস্য উদ্ঘাটনে ছায়া তদন্ত শুরু করে।
তিনি বলেন, এ বিষয়ে বিকেলে মিরপুর বিভাগের উপ-কমিশনারের (ডিসি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরের লাভ রোডে একটি নীল রঙের ড্রামের ভেতর থেকে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
ওসি মোস্তাজিরুর রহমান সেদিন বলেছিলেন, মিরপুর লাভ রোডের যেখান থেকে ড্রামভর্তি লাশটি উদ্ধার করা হয়েছে সেখানে সিটি করপোরেশনের কোনো লাইটিং ছিল না। যে কারণে সংগ্রহ করা সিসি ক্যামেরার ফুটেজ থেকে কোনো ক্লু মেলেনি। অজ্ঞাত ওই যুবক ‘স্পষ্টত’ হত্যার শিকার হয়েছেন। লাশের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। গলায় রশি বাঁধা ছিল।
জেইউ/ওএফ/জেএস