জব্দ করা মোটরসাইকেল ও ওয়াকিটকি

রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে এক ভুয়া পুলিশ পরিদর্শককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডয়ন) দারুস সালাম থানা পুলিশ। 

গ্রেফতার ভুয়া পরিদর্শকের নাম মো. হাবিবুল্লাহ তালুকদার অভয়। তার বাড়ি ঢাকার সাভারে। 

শনিবার (১৮ সেপ্টেম্বর) দারুস সালাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন জানান, শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে দারুস সালাম থানার গাবতলি তিন রাস্তার মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের পাশে দায়িত্ব-রত পুলিশ সদস্যরা একজন মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দেন। চালক মোটরসাইকেল থামালে কর্তব্যরত অফিসার গাড়ির কাগজপত্র দেখতে চাইলে তিনি (চালক) নিজেকে সিআইডির পুলিশ ইন্সপেক্টর হিসেবে পরিচয় দেন। তখন পরিচয়পত্র দেখতে চাইলে তিনি মোটরসাইকেল নিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করেন। পরে তার কাছ থেকে মোটরসাইকেল ও স্মার্ট-ফোন জব্দ করা হয়। এ ঘটনায় দারুস সালাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

এমএসি/এসকেডি