ওয়াশিংটনে ই-পাসপোর্ট সেবা চালু
যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের জন্য ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) সেবা চালু করেছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।
শনিবার (১৮ সেপ্টেম্বর) ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস জানায়, রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোকাব্বির হোসেন যৌথভাবে ওয়াশিংটন দূতাবাসে এই সেবার উদ্বোধন করেন।
বিজ্ঞাপন
ই-পাসপোর্ট উদ্বোধনের সময় সুরক্ষা সেবা বিভাগের সচিব মোকাব্বির হোসেন বলেন, আগে প্রচলিত হাতে লেখা এবং মেশিন রিডেবল পাসপোর্টের কিছু সীমাবদ্ধতা ছিল। নতুন প্রচলিত ই-পাসপোর্ট বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির হওয়ায় এতে জালিয়াতির কোনো সুযোগ নেই, এর ফলে বহির্বিশ্বে এই পাসপোর্টধারীদের মর্যাদা বাড়বে।
সচিব মোকাব্বির হোসেন বলেন, বিশ্বের অনেক উন্নত দেশ এখনও ই-পাসপোর্ট এর প্রচলন করতে পারেনি। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম ই-পাসপোর্ট সেবা চালু করেছে।
বর্তমান সরকার এরইমধ্যে ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম বিমানবন্দরে ই-গেট স্থাপন করেছে যা, যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়াকে আরও সহজতর করবে বলেও জানান সচিব মোকাব্বির।
ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম বলেন, ই-পাসপোর্ট সেবা সফলভাবে বাস্তবায়ন প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের একক কৃতিত্ব। এটি তার 'ডিজিটাল বাংলাদেশ' বিনির্মাণের আরেকটি যুগান্তকারী মাইলফলক।
স্বাধীনতার ৫০তম বার্ষিকী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ই-পাসপোর্ট প্রবর্তন সারা বিশ্বে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ভোগান্তি কমাবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত।
এনআই/জেডএস