চট্টগ্রামে ১১ হাজার লিটার চোরাই তেলসহ যুবক আটক
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ১১ হাজার ৩১০ লিটার চোরাই তেলসহ সংঘবদ্ধ চোরাকারবারি চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক চোরাকারবারি চক্রের সদস্যের নাম তারেক (১৯)। তিনি চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার দক্ষিণ পতেঙ্গা এলাকার মো. নুরের ছেলে।
বিজ্ঞাপন
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ পতেঙ্গা এলাকায় অবৈধভাবে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে চোরাই ডিজেল মজুতের খবর পেয়ে অভিযান চালায় র্যাব। বৃহস্পতিবার রাতে পরিচালিত অভিযানে ২৫টি ড্রামভর্তি ১১ হাজার ৩১০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ সময় তারেককে আটক করা হয়।
তিনি আরও বলেন, তারেক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে বিদেশ থেকে আসা জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ডিজেল সংগ্রহ করে বিক্রি করছিলেন। উদ্ধার করা ডিজেলের আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
কেএম/এসকেডি