চারজনের পেট থেকে বের হলো সাড়ে ৮ হাজার ইয়াবা
প্রাণঘাতি কৌশলে পেটের ভেতরে করে ইয়াবা পাচারকালে রাজধানীর যাত্রাবাড়ী থেকে আট হাজার ৪৫০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টা থেকে দেড়টা পর্যন্ত র্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
বিজ্ঞাপন
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার(এএসপি) এনায়েত কবির সোয়েব বলেন, গোপন তথ্য ছিল কয়েকজন মাদক কারবারি ইয়াবার চালান নিয়ে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১০ এর একটি চৌকস দল অভিযানে যায়।
পরে রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয় চার মাদক কারবারিকে। তাদের পেটের ভেতরে টেপ ও পলিথিনে মোড়ানো ১৮০টি ক্যাপসুলে ছিল মোট আট হাজার ৪৫০ পিস ইয়াবা।
গ্রেফতারদের মধ্যে কাজী কামরুলের (২৩) কাছ থেকে ৩০টি ক্যাপসুলে এক হাজার ৪২৫ পিস ইয়াবা, শেখ হৃদয়ের (২৩) কাছ থেকে ৩০টি ক্যাপসুলে মোট এক হাজার ৪২৫ পিস ইয়াবা, ওমর ফারুকের (২২) কাছ থেকে ৭০টি ক্যাপসুলে তিন হাজার পিস ইয়াবা ও হাবিবুর রহমানের (২২) কাছ থেকে ৫০টি ক্যাপসুলে মোট দুই হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার ৪০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতাররা পেশাদার মাদক কারবারি। তারা বেশ ৵কয়েকদিন ধরে দেশের সীমান্তবর্তী বিভিন্ন জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য প্রাণঘাতি এ কৌশল অবলম্বন করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জেইউ/আরএইচ