হেলেনা জাহাঙ্গীর চক্রান্তের শিকার
হেলেনা জাহাঙ্গীর কোনো একটি চক্রান্তের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও জয়যাত্রা ফাউন্ডেশনের উপদেষ্টা কায়সার হামিদ।
তিনি বলেছেন, হেলেনা একজন সিআইপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ৪০টির মতো দেশে ভ্রমণ করেছেন। তার মধ্যে খারাপ কিছু থাকতে পারে না।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জয়যাত্রা ফাউন্ডেশন আয়োজিত ব্যবসায়ী ও নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মানববন্ধনে কায়সার হামিদ বলেন, হেলেনা জাহাঙ্গীরকে বহু বছর ধরেই চিনি। তার পরিবারের সঙ্গেও আমার পরিচয় আছে। তার মধ্যে খারাপ কিছু আমি পাইনি, দেখিনি। যার ফলে তার ফাউন্ডেশনে আমি যুক্ত হই। যদিও এটি আদালতের বিষয়। তবুও আমি জোর দাবি জানাই তাকে যেন জামিন দেওয়া হয়।
মানববন্ধনে অন্যান্যরা বলেন, জয়যাত্রা ফাউন্ডেশন দেশের জন্য সবসময় কাজ করেছে। তার (হেলেনা) অনুপস্থিতিতে সেই কাজগুলো থেমে আছে। আমরা তার জামিন দাবি করছি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জয়যাত্রা ফাউন্ডেশনের সমন্বয়ক জি এম শাহজাহান, জিএম পারভেজ, সদস্য সফিক, রাকিবুল, কাঞ্চন প্রমুখ।
এমএইচএন/এমএইচএস