ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত শ্রমিকের মৃত্যু
রাজধানীর কোতোয়ালীর নৌ পুলিশ ফাঁড়ি এলাকার মিটফোর্ড বালু ঘাটে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত শ্রমিক আলমগীর ব্যাপারীর (৪০) মৃত্যু হয়েছে।
আজ (বৃহস্পতিবার) ভোর ৫টার দিকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছিলেন আলমগীর। আলমগীরের সঙ্গে আনোয়ার নামে আরও একজন জখম হন। রক্তাক্ত অবস্থায় তাদের দুজনকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আলমগীরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১টায় মারা যায় সে।
বিজ্ঞাপন
আলমগীরের ভাই শাহ আলম ঢাকা পোস্টকে বলেন, ভোরে মিটফোর্ড বালুঘাট এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। আমার ভাই ও আরও একজন ছিনতাইকারীদের নৌকা নিয়ে ধাওয়া করে। নদীতেই তাদের দুজনকে ছিনতাইকারীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ট্রলার নিয়ে কেরানীগঞ্জ পালিয়ে যায়। তাদের দুজনকে রক্তাক্ত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শাহ আলম আরও বলেন, পরে আমার ভাইকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটায় মারা যায় সে।
আলমগীর ব্যাপারী ঢাকাতে মিটফোর্ড বালু ঘাট এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের পালং থানার বিনোদপুর গ্রামে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, দুপুর ১ টায় মারা গেছেন আলমগীর। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এসএএ/এনএফ