রাজধানীর বাড্ডায় বিষ পান করে সুরভী আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার পরিবার।

আজ (বৃহস্পতিবার) বেলা ১১টায় সুরভীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

সুরভীর বড় ভাই সৈকত বারী ঢাকা পোস্টকে বলেন, আমার বোনের স্বামী আগে গার্মেন্টসে চাকরি করতেন। এখন টাইলসের মিস্ত্রি হিসেবে কাজ করেন। আমার বোনের কাছে বিভিন্ন সময় সে যৌতুকের জন্য চাপ দেয়। আমার বোন আমাকে ফোন দিয়ে বলতো। এই ঘটনা জানার পর আমি পাঁচ-ছয় মাস তার সাথে কথা বলি না। আমার বোনকে সে বলে তুই চাকরি করবি নাহলে তোকে রাখবো না। সকালে আমাকে জানায় সুরভী কী যেন খেয়েছে। পরে এসে শুনি সে মারা গেছে।

তিনি আরও বলেন, আমার বড় ভাই এলে আইনগত বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বাড্ডা থানাকে জানিয়েছি।

এসএএ/এনএফ