চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা সাগর উপকূলে তিনটি মৃত ডলফিন ভেসে এসেছে। ডলফিনগুলোর পেটের দিকের অংশ পচে গিয়েছিল।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে জেলেরা মৃত তিনটি ডলফিন দেখতে পেয়ে বন বিভাগকে জানান। 

মৃত তিনটি ডলফিন ভেসে আসার বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপকূলীয় বন বিভাগের সীতাকুণ্ড রেঞ্জ কর্মকর্তা মো. কামাল হোসেন। তিনি বলেন, সন্ধ্যায় বিষয়টি জেনেছি। আজ (বৃহস্পতিবার) সকালে লোক পাঠিয়ে ডলফিনগুলোকে মাটিচাপা দেওয়া হবে।

সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামীম আহমেদ বলেন,  ডলফিনগুলো কেন, কীভাবে মারা গেল তার কারণ জানতে বৃহস্পতিবার ঘটনাস্থলে যাব। তবে জালে আটকা পড়ে ডলফিনগুলো মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। 

কেএম/এসকেডি