২৭ সেপ্টেম্বর পর্যটন করপোরেশনের হোটেলে ৩০ শতাংশ ছাড়
বিশ্ব পর্যটন দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর ভ্রমণপিপাসুদের জন্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতে ৩০ শতাংশ ছাড় ঘোষণা করেছে। শুধু ওই দিনই এ ছাড় পাওয়া যাবে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) এ ঘোষণা দেয় পর্যটন কর্পোরেশন। সংস্থাটির ব্যবস্থাপক (জনসংযোগ) মো. জিয়াউল হক হাওলাদার ঢাকা পোস্টকে বলেন, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশন (বাপক) ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এ দিন পর্যটন করপোরেশনের সব হোটেল-মোটেলে আগত অতিথিদের জন্য আবাসনের ওপর ৩০ শতাংশ ডিসকাউন্ট অফার থাকবে।
বিজ্ঞাপন
ঢাকায় হোটেল অবকাশ, গোপালগঞ্জে হোটেল মধুমতি, রংপুরে পর্যটন মোটেল, চট্টগ্রামে হোটেল সৈকত, কক্সবাজারে হোটেল শৈবাল, প্রবাল, লাবণী ও মোটেল উপল, টেকনাফে হোটেল নেটং, রাঙ্গামাটিতে পর্যটন হলিডে কমপ্লেক্স, কুয়াকাটায় পর্যটন ইয়ুথ ইন, পর্যটন হলিডে হোমস, মংলায় হোটেল পশুর, সিলেটে মোটেল জাফলং এবং বান্দরবান, খাগড়াছড়ি, রাজশাহী, বগুড়া, দিনাজপুর, বেনাপোল, মেহেরপুর ও চাপাইনবাবগঞ্জে পর্যটন মোটেলে এই ছাড় পাওয়া যাবে।
পর্যটন দিবস উপলক্ষে ২৭ তারিখ সকাল থেকে আগারগাঁওয়ের পর্যটন ভবনে দিনব্যাপী লাইভ কুকিং শো অনুষ্ঠিত হবে। এর আগের দিন ২৬ সেপ্টেম্বর বিকেলে ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং বাংলাদেশের পর্যটন শিল্প’ শীর্ষক একটি জুম সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া পর্যটন ভবনে করা হবে আলোকসজ্জা, বের হবে র্যালী।
এআর/ওএফ