খিলগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
রাজধানীর খিলগাঁও থানার মেরাদিয়া নোয়াপাড়া এলাকায় মো. পারভেজ (২৩) নামে এক যুবকের ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৫টার এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখি পারভেজ নামের ওই যুবক ফ্যানের সঙ্গে ঝুলছেন। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তিনি আরও বলেন, কী কারণে সে গলায় ফাঁস দিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। তার বাড়ি রংপুর জেলার মিঠাইপুর থানার গুনিনাথপুর এলাকায়। তার বাবার নাম মিন্টু সরদার।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, গলায় ফাঁস দেওয়া এক যুবককে অচেতন অবস্থা ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি খিলগাঁও থানা পুলিশ তদন্ত করে দেখছে।
এসএএ/এমএইচএস