বাড্ডায় লরির ধাক্কায় নিহত ১
রাজধানীর বাড্ডা জেনারেল হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় লরির ধাক্কায় মো. ফয়সাল (২৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় শ্রী হরিচরণ নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় তাদের দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহত ফয়সালের স্বজন আলমগীর হোসেন ঢাকা পোস্টকে বলেন, রাতে বাড্ডা জেনারেল হাসপাতালের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি লরি ধাক্কায় দুজন আহত হন। তাদের প্রথমে বাড্ডা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। পরে ফয়সালকে মৃত ঘোষণা করেন ডাক্তার।
তিনি আরও জানান, নিহতের বাড়ী নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাকড়া এলাকায়। তিনি দেলোয়ার হোসেনের ছেলে।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে দুজনকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাদের দুজনকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া লরিটি ধরার চেষ্টা করছি। আহত আরেক জনের চিকিৎসা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
এসএএ/ওএফ