করোনায় ঝরল আরও ২০ প্রাণ, শনাক্ত ৭০২
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২০ রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৯৪২ জনে।
একই সময়ে দেশে নতুন করে আরও ৭০২ জনের শরীরে প্রাণঘাতী এ ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৯ হাজার ৩১ জনে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৬৮২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে চার লাখ ৭৩ হাজার ৮৫৫ জন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৯৯টি ল্যাবে ১৫ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৪ লাখ ৮৫ হাজার ২৫৭টি নমুনা।
এ সময়ে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার চার দশমিক ৬৫ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৫ দশমিক ১৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৭ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫০ শতাংশ।
সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ লাখ ৩৭ হাজার ২৯৭টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে সাত লাখ ৪৭ হাজার ৯৬০টি।
গত ২৪ ঘণ্টায় যে ২০ জন মারা গেছেন, তাদের মধ্যে ১৪ জন পুরুষ, বাকি ছয়জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৮ জন, বাকি দুইজন মারা গেছেন বাড়িতে। মারা যাওয়াদের মধ্যে ১৫ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। বাকি পাঁচজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।
যারা মারা গেছেন তাদের ১১ জন ঢাকা বিভাগের, ছয়জন চট্টগ্রাম বিভাগের। এছাড়া রাজশাহী বিভাগের রয়েছেন দুইজন ও রংপুর বিভাগের একজন।
করোনাভাইরাসে দেশে এ পর্যন্ত মারা যাওয়া সাত হাজার ৯৪২জনের মধ্যে ছয় হাজার ১৮ জন পুরুষ। নারীর সংখ্যা এক হাজার ৯২৪ জন।
জেডএস