রাজধানীর ইসিবি চত্বরে প্রাইভেটকারের ধাক্কায় আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম পরিচয় প্রাথমিকভাবে জানা না গেলেও সে এসএসসি পরীক্ষার্থী ছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর সহপাঠীরা প্রায় এক ঘণ্টার বেশি সময় ইসিবি চত্বর এলাকা অবরোধ করে রাখে। এ সময় তারা প্রাইভেটকার চালকের গ্রেফতার দাবি করে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ইসিবি চত্বরে এ দুর্ঘটনা ঘটে বলে ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ কাজী শাহান হক ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ রাত ৯টার দিকে রাস্তা পার হওয়ার সময় ইসিবি চত্বরে একটি প্রাইভেটকারের ধাক্কায় ওই শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হয়। নিহত শিক্ষার্থী রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণিতে পড়ত বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে তার নাম পরিচয় এখনও জানা যায়নি।

তিনি আরও বলেন, এ ঘটনার পর নিহত শিক্ষার্থীর সহপাঠীরা ইসিবি চত্বরে রাস্তায় নেমে অবরোধ করে। এ সময় তারা প্রাইভেটকার চালকের গ্রেফতার দাবি জানায়। এতে ইসিবি চত্বরসহ আশপাশ এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে চালককে গ্রেফতার করার আশ্বাস দিলে রাত সাড়ে ১১টার পর অবরোধকারীরা সড়ক ছেড়ে চলে যায়। এখন ঘটনাস্থলে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

এমএসি/এমএইচএস