মেঘ, বৃষ্টি আর রোদের সঙ্গে কাটতে পারে দিন
আজ সারাদেশে মেঘলা আকাশের সঙ্গে রোদ, বৃষ্টি উভয়ই থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান এসব তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, উড়িষ্যা উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থান করছে।
আগামী ২৪ ঘণ্টায় দেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশের তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুইদিন বৃষ্টির তেমন কোনো পরিবর্তন নেই। তবে আগামী ৫ দিনের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।
এক নজরে ঢাকার আবহাওয়ার পূর্বাভাস
আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একইসঙ্গে হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বাতাস : দক্ষিণ-পূর্ব/ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
দিনের তাপমাত্রা : দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বাড়তে পেতে পারে। সকাল ৬টায় দেশে তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪০ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।
আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৯ মিনিটে। আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ৪৩ মিনিটে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ২ মিলিমিটার।
একে/এমএইচএস