ভেজাল খাদ্য : যাত্রাবাড়ী-শ্যামপুরে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা ২১ লাখ
রাজধানীর যাত্রাবাড়ী, শ্যামপুর ও চকবাজার এলাকায় অনুমোদনহীন ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুত ও বিক্রির অপরাধে ১৬টি প্রতিষ্ঠানকে ২১ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ভেজাল খাদ্য বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
বিজ্ঞাপন
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব বলেন, আজ সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত র্যাব-১০ এর সহযোগিতায় বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম রাজধানীর যাত্রাবাড়ী, শ্যামপুর ও চকবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অনুমোদনহীন ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে যাত্রাবাড়ী এলাকায় ৭টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ২০ হাজার টাকা, শ্যামপুর এলাকায় ৬টি প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা ও চকবাজার এলাকায় ৩টি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা করে সর্বমোট ২১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিলেন।
জেইউ/এইচকে/জেএস