রাজধানীর ধানমন্ডির একটি বাড়ির ব্যালকনিতে স্বামী-স্ত্রীর ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ এলেও দরজা খুলেননি তারা।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকালে ধানমন্ডির ৯/এ রোডের একটি বাড়ির ২য় তলার ব্যালকনিতে এ ঘটনা ঘটে। সন্ধ্যা নাগাদ তাদের থামাতে পারেনি পুলিশ। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে তাদের থামতে বলেন।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. একরাম ঢাকা পোস্টকে বলেন, মাকসুদা মাহবুব নামে একজনের কাছ থেকে বাসা ভাড়া নিয়েছেন হাক্কানী খুশবু ও শাহীদা বেগম। তারা বাসা ভাড়া দেন না, বাসা ছেড়েও দিচ্ছেন না। গত ৫ তারিখে মাকসুদা মাহবুব তাদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-২৮০) করেন। 

এসআই আরও বলেন, আজ বিকেল থেকে দুই ঘণ্টা যাবত ওই দম্পতি ব্যালকনিতে ধস্তাধস্তি করেন। আমরা বারবার দরজা খুলতে বললেও তারা দরজা খোলেননি। 

তিনি আরও জানান, বাইরে থেকে দেখা গেছে ব্যালকনিতে থাকা ওই স্বামীর মাথায় ব্যান্ডেজ। ফ্লাটের মালিক মাকসুদা মাহবুবকে বারবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিষয়টি সম্পর্কে অবগত আছেন বলে জানিয়েছেন ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম আলী মিয়া। 

এসএএ/এইচকে