বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কমিউনিকেশন বিভাগের উদ্যোগে গণমাধ্যমকর্মীদের দুই দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে। ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্যা রেড ক্রসের (আইসিআরসি) সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রেড ক্রিসেন্টের ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থাটি জানায়, প্রশিক্ষণে দেশের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত ২৫ জন জ্যৈষ্ঠ সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা দেওয়া হয়। এটি তাদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা পালন করবে।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির ডিআরএম বিভাগের ডেপুটি ডিরেক্টর ও প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রেসিডেন্ট জ্যৈষ্ঠ সাংবাদিক শারমিন রিনভি, ইআরএফের সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম প্রমুখ।

দুদিনের এই প্রশিক্ষণ পরিচালনা করেন সোসাইটির ট্রেনিং বিভাগের ডেপুটি ডিরেক্টর তরুণ কান্তি সাহা ও সোসাইটির ডিআরএম বিভাগের ডেপুটি ডিরেক্টর ও প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন।

বিশেষ অতিথির বক্তব্যে শারমিন রিনভি বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের মানবিক সহায়তা দিচ্ছে। পাশাপাশি এ ধরেনর ফার্স্ট এইড প্রশিক্ষণ কর্মক্ষেত্রে আমাদের পেশাগত দায়িত্ব পালনের সময় ঝুঁকি কমাতে সাহায্য করবে।

ইআরএফের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম বলেন, আমরা সবসময় নানা ধরনের ঝুঁকির মধ্যে কাজ করি। এক্ষেত্রে ফার্স্ট এইড সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন।

এনআই/এমএইচএস