উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গঠিত তহবিলে প্রতি বছর যে ১০০ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে সেটি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (৬ সেপ্টেম্বর) নেদারল্যান্ডসের রটারডামে অনুষ্ঠিত গ্লোবাল সেন্টার অন অ্যাডপ্টেশনের (জিসিএ) সভায় এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সভায় ড. মোমেন জলবায়ু অর্থায়ন নিশ্চিতের মাধ্যমে প্রশমন এবং অভিযোজনকে সমান গুরত্ব দিয়ে মোকাবিলার কথা তুলে ধরেন। তিনি জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে প্রধান দূষণকারী দেশগুলোকে উচ্চাভিলাষী জাতীয়ভাবে নির্ধারিত অবদানের (এনডিসি) প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, কার্বন নিঃসরণকারী দেশগুলোর কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাবে যারা উদ্বাস্তু হচ্ছে তাদের পুনর্বাসনের দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়কে নিশ্চিত করতে হবে।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী নেদারল্যান্ডসের রটারডামে গ্লোবাল সেন্টার অন অ্যাডপ্টেশনের (জিসিএ) সভা শুরু হয়। ড. মোমেন জিসিএ’র একজন বোর্ড সদস্য। যেখানে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

জিসিএ সভার আগে সোমবার সকালে জলবায়ু ক্ষতিগ্রস্ত ফোরামের (সিভিএফ) দেশগুলোর মন্ত্রীদের নিয়ে একটি সভা করেন ড. মোমেন। তিনি সেখানে সভাপতিত্ব করেন। সভায় সিভিএফের সাম্প্রতিক কার্যক্রম এবং নভেম্বরে যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত হতে যাওয়া জলবায়ু সম্মেলন নিয়ে আলোচনা করা হয়।

এনআই/এসএম