আইজিপির নামে হোয়াটসঅ্যাপ, জি-মেইল, ফেসবুক খোলা ব্যক্তি গ্রেফতার
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদের নামে প্রতারণা করা একজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (৬ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করা হয়েছে। সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
যিনি গ্রেফতার হয়েছেন প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
আজাদ রহমান জানান, আসামি বাংলাদেশ পুলিশ মহোদয়ের নামে হোয়াটসঅ্যাপ, জিমেইল ও ফেসবুক একাউন্ট খুলে প্রতারণা করত। এ বিষয়ে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
সিআইডি জানায়, ওই প্রতারক আইজিপির নামে আইডি খুলে নানা ব্যক্তিকে নানা ধরনের প্রলোভন দেখিয়ে টাকা দাবি করত। এছাড়াও অনেককে ভয়ভীতি দেখাত।
এআর/এইচকে