সোহেল রানাকে দ্রুত দেশে এনে শাস্তির দাবি ই-অরেঞ্জ গ্রাহকদের
গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে অভিযুক্ত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক বনানী থানার বরখাস্ত হওয়া পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে দ্রুত দেশে এনে শাস্তির আওতায় আনা ও গ্রাহকদের অর্থ দ্রুত ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির মাধ্যমে ভুক্তভোগী গ্রাহকরা।
সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ই-অরেঞ্জের কয়েকশ গ্রাহক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। পরে তারা টিএসসি হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন। এসময় তারা ‘সোহেল রানা পালালো কেন প্রশাসন জবাব দাও, ই-অরেঞ্জের দালালরা হুঁশিয়ার সাবধান, ই-অরেঞ্জের প্রতারণা মানি না, মানব না’- স্লোগান দিতে থাকেন।
ভুক্তভোগী একজন গ্রাহক মানববন্ধনে বলেন, প্রশাসনের নজরদারির পরেও সোহেল কীভাবে দেশত্যাগ করল। তার বিরুদ্ধে মামলা ও অর্থ আত্মসাতের অভিযোগ আছে। তা সত্ত্বেও সে কীভাবে দেশত্যাগ করার সুযোগ পেল? নিশ্চয়ই এর পেছনে প্রশাসনের সহযোগিতা আছে। আমরা প্রশাসনের সেই দুর্নীতিবাজ লোকদের চিহ্নিত করতে সরকারের কাছে দাবি জানাই।
বিজ্ঞাপন
মানববন্ধনের ভুক্তভোগীরা জানান, প্রশাসন বলছে তারা ওসি সোহেলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তারা আগে কী করেছে। সে আমাদের টাকা কোথায় রেখেছে, সেটা আমাদের বুঝিয়ে দিতে হবে। মালয়েশিয়া, সিঙ্গাপুর সেখানে তার সম্পদ আছে সেগুলো এনে আমাদের টাকা আমাদের বুঝিয়ে দেওয়া হোক।
প্রসঙ্গত, ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ গ্রাহকের প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের মধ্যেই গত ৩ সেপ্টেম্বর ভারত-নেপাল সীমান্তে বিএসএফর হাতে আটক হন ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক সোহেল রানা। সোহেল রানা ভারতে পালিয়ে গেছেন এমন পুলিশ রিপোর্ট পাওয়ার পর তাকে বরখাস্ত করা হয়েছে। ইতোমধ্যে তার স্থলে নতুন কর্মকর্তাকেও বদলি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এমএইচএন/জেডএস