কোম্পানীগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ৪ জন শেখ হাসিনা বার্নে
কুমিল্লার জেলার মুরাদনগর থানার কোম্পানীগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছে।
দগ্ধরা হলেন- সিএনজিচালিত অটোরিকশা চালক ছবির মিয়া (৪২), খায়রুল ইসলাম (২০), মো. আশরাফুল ইসলাম (১৮) ও আবুল খায়ের (৬০)।
বিজ্ঞাপন
রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় ভেকু দিয়ে ড্রেনের কাজ করার সময় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টার দিকে তাদের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, কুমিল্লার কোম্পানীগঞ্জ থেকে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ হয়ে চার জন এখানে এসেছে। তাদের চিকিৎসা চলছে।
দগ্ধ অটোরিকশা চালক ছবির মিয়া ঢাকা পোস্টকে বলেন, আমি যাত্রী নিয়ে কোম্পানীগঞ্জ বাস স্ট্যান্ডে এসে থামি। যাত্রীদের মধ্যে এক জন ভাড়া পরিশোধ করে চলে যাওয়ার পর হঠাৎ আমার গাড়িতে আগুন লেগে যায়। পাশে ভেকু দিয়ে ড্রেনের কাজ করার সময় লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। সেখান থেকে আমার গড়িতে আগুন লেগে বিস্ফোরণ হয়।
দগ্ধ পথচারী খায়রুল ইসলাম জানান, আমি একজনকে রক্ত দিয়ে বাসায় ফিরছিলাম। হঠাৎ বিস্ফোরণ আমি ও আমার বন্ধু আশরাফুল দগ্ধ হই।
প্রত্যক্ষদর্শী আলামিন ঢাকা পোস্টকে বলেন, ড্রেনের কাজ করার সময় ভেকুতে গ্যাসের লাইনে লিকেজ হয়। সেখান থেকে বিস্ফোরণে সিএনজি চালক ও পথচারীসহ চার জন দগ্ধ হয়। আমরা তাদের উদ্ধার করে প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই। সেখান থেকে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এখানে নিয়ে আসা হয়।
এসএএ/জেডএস