রাজধানীর মিরপুরে ব্যাটারিচালিত রিকশা বিরোধী অভিযান চালাতে গিয়ে রিকশাচালকদের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তিন নাম্বার ওয়ার্ডের কাউন্সিল কাজী জহিরুল ইসলাম মানিকের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের বেশ কয়েক জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে পল্লবী চাইনিজ রোডে অবস্থিত ডিএনসিসির তিন নাম্বার ওয়ার্ডের কাউন্সিলরের অফিসের সামনে এ ঘটনা ঘটেছে।

পল্লবী থানা সূত্রে জানা যায়, সন্ধ্যায় ব্যাটারিচালিত রিকশা বিরোধী অভিযান শুরু করেন ডিএনসিসির তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক ও তারা সহযোগীরা। এ সময় কাউন্সিলরের সহযোগীরা একাধিক অটোরিকশার ব্যাটারি খুলে ফেলে দেন। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে রিকশাচালকরা কাউন্সিলরের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে এ ঘটনায় ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে কাউন্সিলর মানিক পাশের একটি মসজিদে আশ্রয় নিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন।

সংঘর্ষের পরে রাত সাড়ে ৮টা পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখেন রিকশাচালকরা। তারা মানিক কাউন্সিলরের গ্রেফতারসহ রিকশা বন্ধ না করার দাবি জানান।

এ বিষয়ে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, রাত ৮টার দিকে বিক্ষুব্ধ কিছু ব্যাটারি চালিত রিকশাচালকরা পল্লবী চাইনিজ রোডে অবস্থিত কাউন্সিলরের অফিসের সামনে এসে বিক্ষোভ করেন। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি কাউন্সিলর তার নির্বাচনী এলাকায় অটোরিকশা বন্ধ করে দেওয়ার ঘোষণার কারণে তারা এ বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।

কাউন্সিলরকে অবরুদ্ধ করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে এমন কোনো তথ্য নেই। 

এমএসি/এইচকে