মানুষ ভোটকেন্দ্রে যায় না, এটা বড় জাতীয় সমস্যা
বর্তমানে দেশের মানুষের ভোটাধিকার প্রয়োগের উপর অনাগ্রহ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারি।
শনিবার (৪ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিল-২০২১ এর ওপর জনমত যাচাইয়ের প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।
বিজ্ঞাপন
শামীম হায়দার পাটোয়ারী বলেন, মানুষ ভোটকেন্দ্রে যাচ্ছে না। এটাতে আমাদের কাজ করতে হবে। তারা যদি ভোটকেন্দ্রে না যায় সীমানা নির্ধারণ করে কী করব? নির্বাচন কমিশন দিয়ে কী করব? বাজেট দিয়ে কী করব?
তিনি বলেন, সীমানা নির্ধারণ বিল পাস হচ্ছে। আমাদের সর্বপ্রথম যেটা দরকার মানুষ ভোটকেন্দ্রে যাচ্ছে না। এটা সবচেয়ে বড় জাতীয় সমস্যা।
জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে। একদিন একটি গণতন্ত্র ছিল সেটাও বিলীন হয়ে যাচ্ছে। নির্বাচন ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায় তাহলে বিরোধী দল সেভাবে দাঁড়াবে না।
এইউ/জেডএস