বাংলাদেশকে ১ কোটি টিকা দেবে ইইউ
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশকে ১০ মিলিয়ন (১ কোটি) করোনাভাইরাসের টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এটি যথেষ্ট নয় উল্লেখ করে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেনসে তিরিঙ্ক বলেছেন, আশা করা যায় ইইউ বাংলাদেশকে আরও করোনার টিকা সরবরাহ করতে পারবে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) কসমস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক : ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক ভার্চুয়াল আলোচনায় রেনসে তিরিঙ্ক এ কথা বলেন।
বিজ্ঞাপন
রাষ্ট্রদূত বলেন, টিকা সরবরাহের বিষয়ে ইইউ যথেষ্ট উদার নয়, এ কথা যুক্তিসংগত নয়। কোভিড-১৯ টিকা সরবরাহের পেছনের মূল চালিকা শক্তি ইইউ। ইইউ বাংলাদেশকে ১০ মিলিয়ন করোনাভাইরাসের টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এটা যথেষ্ট নয়, তবে আশা করা যায় যে ইইউ আরও সরবরাহ করতে পারে।
বাংলাদেশ যেন আরও বেশি পরিমাণে টিকা পায় সে জন্য কাজ করবেন বলে জানান রাষ্ট্রদূত। তবে টিকার বিষয়টি ইউরোপীয় ইউনিয়নের এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের হাতে নয় বরং মানবিক সহায়তা বিভাগে রয়েছে বলেও জানান রাষ্ট্রদূত।
সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছিলেন, ইইউ মানবাধিকার নিয়ে কথা বলে, অথচ টিকা ভাগাভাগির বিষয়ে তারা উদার নয়। এ বিষয়ে বাংলাদেশ ইইউকে আরও উদার অবস্থানে দেখতে চায়।
পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যকে বেশ হতাশাজনক উল্লেখ করে রেনসে তিরিঙ্ক জানান, ২০০ মিলিয়নের বেশি টিকা টিম ইউরোপ (ইইউভুক্ত ২৭টি সদস্য রাষ্ট্র) কোভ্যাক্সের মাধ্যমে বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিয়েছে।
ভার্চুয়াল আলোচনায় উদ্বোধনী বক্তব্য দেন কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান এবং সভাপতিত্ব করেন প্রখ্যাত কূটনীতিক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী। এছাড়া সভায় আলোচক প্যানেলে ছিলেন সিপিডির বিশিষ্ট ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, বিজিএমইএর সাবেক সভাপতি ড. রুবানা হক, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. জিয়াদি সাত্তার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ এবং কসমস ফাউন্ডেশনের ইমেরিটাস উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত তারিক এ করিম।
অধ্যাপক ইমতিয়াজ বলেন, টিকা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। বাংলাদেশ অ্যাস্ট্রাজেনেকার টিকা পেতে একক উৎসের উপর নির্ভর করে আটকে যায়। এটি আংশিকভাবে আমাদের দোষ ছিল, কারণ আমাদের একটি উৎস ছিল অ্যাস্ট্রাজেনেকার। যখন ভারতে টিকা কূটনীতি ভেঙে পড়ে তখন আমাদের এখানে একটু ঝামেলা হয়। ইইউর কাছ থেকে বলার মতো এখনও কিছুই পাইনি। আমি বুঝতে পারছি পাইপলাইনে আপনাদের টিকা রয়েছে। কিন্তু এটি এখনও বাস্তবায়িত হয়নি।
এনআই/এসকেডি